Pages

Subscribe:

Ads 468x60px

Friday, December 21, 2012

ovarian cancer




A cure for ovarian cancer

QUEENSLAND UNIVERSITY OF TECHNOLOGY   
FRIDAY, 05 OCTOBER 2012


.....................Sr_Sports




Ovarian cancer takes the lives of nearly 900 Australian women each year. It's called the silent killer because by the time most cases are detected, the cancer has spread to other vital organs throughout the abdominal area.
Now QUT scientists together with researchers from India's National Centre for Cell Sciences are hot on the trail of the genetic pathway that regulates ovarian cancer stem cells.
Dr Ying Dong, a QUT research fellow in the School of Biomedical Sciences in QUT's IHBI (Institute of Health and Biomedical Innovation) said ovarian cancer was difficult to treat and fewer than 30 per cent of women survived after five years.
She said 1,272 Australian women were diagnosed with ovarian cancer in 2009 and that number was expected to be 1,640 in 2020 according to the Australian Institute of Health and Welfare.
Research by Dr Dong and Professor Judith Clements in the Cancer Research Program at IHBI has shown that the secondary tumour cells of ovarian cancer are resistant to the current chemotherapy.
"Surgery alone cannot remove all the tumour once it has spread to the other organs in the abdomen," Dr Dong said.
"Patients are given chemotherapy but the tumours eventually become resistant to it and recur.
"The key to fighting this cancer could be to identify the molecular or gene pathways that regulate it, such as the stem cells. They are the cells that change and build resistance to the chemotherapy."
Dr Dong said QUT's research collaborator in India, Dr Sharmila Bapat, and her team were the first in the world to identify ovarian cancer stem cells and predict potential gene pathways using bioinformatic analysis.
They will use the 3D-suspension model that Dr Dong developed to mimic the microenvironment of the metastatic tumour to study ovarian cancer cells' response to chemotherapy. Dr Dong will also use the model with cancer cells taken from patients with this tumour.
"Together, we will investigate the role of these pathways and test their potential as therapeutic targets," Dr Dong said.
"We hope we will be able to help design more effective treatment for women with ovarian cancer with this knowledge."

+8801684747009
+8801720926131

Wednesday, December 19, 2012

শীতে শিশুর রোগবালাই





"এই শীতে শিশুর রোগবালাই "


............................................Gm Avi †¯úvU©m&

 

আজকাল পত্রিকার পাতা খুললেই দেখতে পাই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে বা মারা যাচ্ছে। শীতের এই সময়ে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তার মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়া অন্যতম।

সব শিশুর কিন্তু নিউমোনিয়া হয় না, যদি শিশুদের বুকের দুধ খাওয়ানো না হয়, শিশুরা অপুষ্টিতে ভোগে, শিশুদের সামনে ধূমপান করা হয়, শিশুদের ভিটামিন এ-র অভাব থাকে, শিশুদের সঙ্গে পরিবারের অনেক লোক এক ঘরে থাকে, শিশুকে টিকা দেওয়া না হলেই শুধু তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়। ঘনবসতি ও বায়ুদূষণও নিউমোনিয়ার কারণ।

শিশুর সর্দি, কাশি, সামান্য জ্বর, নাক বন্ধ থাকলে বা বুকে শব্দ হলেই মনে করার কোনো কারণ নেই যে শিশুর নিউমোনিয়া হয়েছে। এই লক্ষণগুলোর সঙ্গে যদি শিশু দ্রুত শ্বাস নেয় বা বুকের পাঁজরের নিচের অংশ ভেতর দিকে দেবে যায়, তাহলে বুঝতে হবে শিশুর নিউমোনিয়া হয়েছে। এ ক্ষেত্রে শিশুকে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে হবে।

সাধারণ__ সর্দি, কাশি জ্বরের চিকিৎসা বাড়িতেই করা সম্ভব।

কী কী করবেন ::-

  1. জ্বর থাকলে প্যারাসিটামল সিরাপ দিন, ভেজা নরম কাপড়ে বারবার শরীর মুছে দিন।

  2. সর্দি পড়লে নরম কাপড় দিয়ে নাক পরিষ্কার করুন।

  3. সামান্য কাশিতে ওষুধের প্রয়োজন হয় না। 

 4. শিশুর বয়স ছয় মাসের বেশি হলে কুসুম গরম পানিতে লেবু মধু দিয়ে শিশুকে খেতে দিন। আদা মধু বা তুলসীপাতার রস মধু মিলিয়ে খাওয়ালেও কাশি কমে যায়। কাশি বেশি হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

  5. শিশুকে প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে গোসল করান।

  6. শিশু স্বাচ্ছন্দ্যবোধ করে এমন কাপড় পরান।

  7. দরজা-জানালা খোলা রাখুন, যাতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করতে পারে।

  8. বারবার বুকের দুধ দিন।

9.  ফলমূলসহ পরিবারের সব খাবার শিশুকে খেতে দিন।  

10. অনেকের ধারণা, কলা, কমলা, লেবু ইত্যাদি খেলে কাশি বেড়ে যাবে। এসব ধারণা ভুল

  =>  আপনার শিশু যদি নবজাতক হয়, তাহলে কিছুটা বাড়তি সাবধানতা আপনাকে নিতে হবে।

1. বাচ্চাকে ভালোভাবে ঢেকে রাখবেন। মাথায় টুপি, মোজা পরাবেন।  

2. সিনথেটিক কাপড় না পরিয়ে মোটা সুতি বা উলের জামা কাপড় পরালে শিশু আরাম বোধ করবে। 

3. বেশি শীত থাকলে গোসল না করিয়ে শরীর মাথা মুছে দিতে পারেন।  

4. অনেকে তেল মেখে শিশুকে রোদে ফেলে রাখেন, এতে করে বরং শিশুর বেশি ঠান্ডা লেগে যেতে পারে।  

5. আপনার নবজাতক শিশুকে শুধু বুকের দুধ দিতে হবে কথা ভুলে গেলে চলবে না।

 

কখন শিশুকে হাসপাতালে নিতে হবে :--

  1. শিশু দ্রুত শ্বাস নিলে

  2. পাঁজরের নিচের অংশ ভেতর দিকে দেবে গেলে

  3. শ্বাসকষ্ট হলে

  4. খেতে না পারলে

  5. জ্বরের সঙ্গে খিঁচুনি হলে

6. শিশু যা খাচ্ছে সবকিছু বমি করলে

7. শিশু নিস্তেজ হয়ে গেলে। 

 

 

+8801684747009

+8801720926131

 

 

Afrooooooooooooooooooooooooooooooooooooooooooooooz

Drug Index

Social Icons

 
Blogger Templates