Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, November 11, 2012

সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও......দ্বিতীয় অংশ







দ্বিতীয় অংশ


সম্ভাবনা বেড়ে যায় এমনকি ব্যায়াম না করলে বিষণ্নতা উদ্বেগও হয় সঙ্গী

সহূদয়তা বদান্যতা:-  সুখ পেতে চান? অন্যকে সুখী হতে সাহায্য করুন এমন কিছু করুন, যাতে একজনের মন ভালো থাকে দিনে অন্তত ছয়টি ধন্যবাদ অর্জন করার মতো কাজ করুন সুখ পাবেন
একা বন্ধের দিনে প্রশ্রয় আহার, এক বেলা: অতিভোজনের বিরুদ্ধে শুনছি অবিরাম; মানছি, সেভাবে চলছি একদিন হঠাৎ নিয়ম ভাঙা কেন নয়? পায়েস বা পরমান্ন, বিরিয়ানি, রেজালা, মিঠাই, কোক ছাত্রাবস্থায় হোস্টেলে থাকতাম, সারা মাস পানসে খাবার, মাসের শেষে ফিস্টের দিনে কী সুখ!

পরিবারের সঙ্গে সময়:- টিভি দেখে হোক, খাবার টেবিলে হোক, খোলামেলা আলাপ, হাসাহাসি, খুনসুটি, মনের ফেঁপে ওঠা বেলুন চুপসে যায় সবার দেহমন শিথিল হয় সুখ আসে পায়ে পায়ে

পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আহার:-  ভালো আহার বা সৎসঙ্গ একেক সময় হয়ে ওঠে চেতনার জন্য মহাভোজ চোখ, নাক, কান মুখ থেকে আসা ইতিবাচক সংকেতগুলো, আনন্দের সংকেতগুলো মগজ গ্রহণ করে, উপলব্ধি করে যে দেহ মনের পরিপুষ্টির জন্য বড় প্রয়োজন একেই বলে সুখ বলেন মনোবিজ্ঞানী ডেভিড জি, ‘আমার সুখ আসে স্বল্পস্থায়ী কোনো অভিজ্ঞতা থেকে যেমন, পরিবারের সদস্যদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে এক টেবিলে বসে কিছু সময় কাটানো, বড় কোনো ঘটনা নয়হয়তো রাতের ডিনার সবাই একসঙ্গে খাওয়াসবাই উপভোগ করছেএকে বলে সুখ

কোনো বাদ্যযন্ত্র বাজানো:- সোফায় বসে গিটার বাজালাম, চাপ না কমা পর্যন্ত বড় সুখ এতে বড় বড় যন্ত্রশিল্পী এমনকি আনকোরা নতুন বাজনা শেখা লোকেরাও বাজনা বাজিয়ে বড় সুখ পান মন একান্তে উপভোগ করে কর্মটি এক মনেই হয়তো সেতারবাদন, গিটারবাদন যা- হোক নয়তো ছবি আঁকা, ভাস্কর্য গড়া, বড় সুখ

বাচ্চাদের সঙ্গে সময় কাটানো:- বুড়ো খোকাদের কি ছোট খোকাদের সঙ্গে খেলতে মানা আছে না তো? তাহলে তাদের সঙ্গে একটু খেলা করে, মজার গল্প বলে বলে কী সুখ! জানেন?

হাঁটুন: -ঘরের বাইরে পথচলা, পায়ে চলা পথে হাঁটার মধ্যে কী যে সুখ! নবকুমার হয়ে কপালকুণ্ডলাকে খোঁজা কেন বনপথে? পাতা পড়া পথেও হাঁটুন জোরে আধঘণ্টা অন্তত, কী সুখ! সঙ্গীর সঙ্গে হাঁটলে আরও আনন্দ! আর স্বাস্থ্যহিতকরী তো বটেই


0 comments:

Post a Comment

Afrooooooooooooooooooooooooooooooooooooooooooooooz

Drug Index

Social Icons

 
Blogger Templates