Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, July 24, 2014

নিজের জীবন নিয়ে খুশি নয় ৩৬ শতাংশ নারী !

প্রতি ১০০ জনের মধ্যে ৩৬ জন মহিলার তাদের নিজের জীবন নিয়ে খুশি নন। ইংল্যান্ডের ইয়ং ওমেন্স ট্রাস্ট নামের একটি সংগঠন ১৬ থেকে ৩০ বছরের ১,০০০ জন মহিলার উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য পেয়েছেন।
এই সমীক্ষা অনুযায়ী ৩৩% মহিলারা মনে করেন কর্মক্ষেত্রে এক কাজ করে তারা পুরুষদের তুলনায় কম মাইনে পান। ২০% মহিলার মতে সমাজে তারা তাদের মায়েদের তুলনায় কম সম্মান পান এবং ৬৬% মহিলার মতে তারা পেটের ও মানসিক অসুখে অত্যাধিক ভোগেন।
এই সমীক্ষায় উঠে এসেছে ৫০% মহিলা বোঝেনই না কার ওপর বিশ্বাস করা উচিত। ৪০% মহিলা মাঝে মাঝেই নিঃসঙ্গতায় ভোগেন। এক চতুর্থাংশ মহিলা মনে করেন সমস্যার সময় পাশে দাঁড়াবার কাউকে তারা পান না।
৫৮% মহিলা নিজেদের কর্মক্ষেত্রকে সুরক্ষিত বলেই মনে করেন। অন্যদিকে, ৪২% নিজেদের শিক্ষাগত যোগ্যতা, সঙ্গীর সঙ্গে সম্পর্ক, আর্থিক অবস্থা নিয়ে মানসিক অশান্তিতে ভোগেন। ৫% উচ্চশিক্ষিত মহিলাও অবশ্য একাকীত্ব ও মানসিক অবসাদে ভোগেন। সূত্র: ওয়েবসাইট।


0 comments:

Post a Comment

Afrooooooooooooooooooooooooooooooooooooooooooooooz

Drug Index

Social Icons

 
Blogger Templates