Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, August 12, 2014

শ্বাসনালীতে সংক্রমণ




অ্যাডিনয়েড একধরনের লসিকা কলা, যা নাকের পেছনে গলবিলের উপরিভাগে থাকে। ৩-১২ বছরের শিশুদের ঊর্ধ্ব শ্বাসনালি বা অ্যাডিনয়েডে সংক্রমণের কারণে হতে পারে নানা সমস্যা।
অ্যাডিনয়েডের জন্য সব সময় নাক বন্ধ থাকার কারণে কিছু সমস্যা হয়। যেমন—শিশু মুখ দিয়ে শ্বাস নেয়, হাঁ করে ঘুমায়, ঘুমের মধ্যে নাক ডাকে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। সর্বদা সর্দি পড়তে থাকে, সাইনোসাইটিস লেগেই থাকে। নাকি স্বরে কথা বলে।
আবার অ্যাডিনয়েডের জন্য কানের নালি বন্ধ হয়ে যায়। ফলে মাঝেমধ্যে কানে ব্যথা হয়, মধ্য কর্ণে পানি জমে বা সংক্রমণ হয়, বাচ্চা কানে কম শুনতে পারে। খেয়াল করুন স্কুলে মনোযোগ কমে যাচ্ছে কি না, শিক্ষকের কথা অনুসরণ করতে পারছে কি না বা উচ্চ শব্দে টেলিভিশন দেখে কি না।
অ্যাডিনয়েডকে অবহেলা করা যাবে না। এটি দীর্ঘমেয়াদি জটিলতা ডেকে আনে। যেমন—শিশুর খেতে কষ্ট হয়, খেতে সময় লাগে বেশি। পড়ালেখায় পিছিয়ে পড়ে। শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়।
চিকিৎসা কী?
অ্যাডিনয়েড যদি অল্প বড় হয় তাহলে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। বেশি বড় হয়ে গেলে ও শ্বাসনালিকে বাধাগ্রস্ত করলে অস্ত্রোপচার দরকার হবে।
নাক, কান ও গলা বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল

0 comments:

Post a Comment

Afrooooooooooooooooooooooooooooooooooooooooooooooz

Drug Index

Social Icons

 
Blogger Templates