Pages

Subscribe:

Ads 468x60px

Friday, August 8, 2014

গানের তীব্র শব্দে কানের ক্ষতি



হেডফোন দুই কানে লাগিয়ে পছন্দের সিডি চালিয়ে ইচ্ছামতো ভলিউম বাড়ানোয় বিপদ আছে কি? নিশ্চয় আছে। গান-বাজনা কিংবা অন্য যেকোনো উৎস থেকে আসা জোরে শব্দদূষণ (যেমন: যন্ত্রপাতি বা জেট ইঞ্জিন) কানের সাময়িক বা স্থায়ী ক্ষতি করে, এমনকি বধির করে দিতে পারে।
হই-হট্টগোলের শব্দদূষণ মাত্রা খুব তীব্র হলে তা কানের ভেতরকার নানা অংশে আঘাত করতে পারে। তীব্র উচ্চ শব্দ কানে সাময়িক বধিরতা তৈরি করতে পারে। কানে ভোঁ ভোঁ শব্দ হতে পারে, যাকে বলে টিনিটাস। বদ্ধ ঘরে এ রকম জোরে শব্দ হওয়ার পরিস্থিতিতে পড়ে বেশিক্ষণ থাকলে শ্রবণশক্তি পুরোদমে নষ্ট হয়ে যেতে পারে।
যদি কেউ দীর্ঘদিন উচ্চ শব্দদূষণের শিকার হন, তবে তিনি স্থায়ী বধিরতায় ভুগতে পারেন। যেমন: নির্মাণ ও কারখানার শ্রমিকেরা। সেজন্য তাঁদের প্রতিরোধমূলক কর্ণ সুরক্ষাব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। অনেক বিখ্যাত সংগীতজ্ঞ কর্ণ সুরক্ষা পরে গান রেকর্ডিং করেন। কেননা, তাঁরাও শ্রবণশক্তি বিনষ্ট হওয়ার ঝুঁকিতে থাকেন। তাই হেডফোন ব্যবহারে নিচু ভলিউম ব্যবহার করা উচিত। মাঝেমধ্যে বিরতি দিয়ে কানকে বিশ্রাম দেওয়াও ভালো। এ ছাড়া কোনো কনসার্ট শুনতে গেলেও বুম বুম বুম আওয়াজ থেকে নিজের কানকে রক্ষা দিতে কানে ইয়ার প্লাগ পরিধান করা নিরাপদ।
শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল|

0 comments:

Post a Comment

Afrooooooooooooooooooooooooooooooooooooooooooooooz

Drug Index

Social Icons

 
Blogger Templates