প্রশ্ন: অ্যালার্জিতে আক্রান্ত রোগীর কি গরুর মাংস, ইলিশ মাছ, বেগুন ইত্যাদি খাওয়া নিষেধ?
উত্তর: একেকজন ব্যক্তির একেক খাবারে অ্যালার্জি হয়।
কার কোন খাবারে অ্যালার্জি হয় তা বের করতে হলে চ্যালেঞ্জ টেস্ট করতে হয়।
যেমন: আজ আপনি গরুর মাংস খেলে যদি রাশ হয়, তবে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ
খান। দুই মাস পর আবার এক দিন খান। এবারও যদি অ্যালার্জি হয়, তবে এই খাবারে
আপনার অ্যালার্জি আছে। এভাবে আপনি প্রতিটি খাবার নিয়ে পরীক্ষা করতে পারেন।
ডা. মো. মনিরুজ্জামান খান, চর্মরোগ বিভাগ, বারডেম হাসপাতাল।
0 comments:
Post a Comment